ডানা ভাঙ্গা পাখির কথা 2
স্নিগ্ধার কাছে আজকে বিতানের কথার সত্যিই কোন উত্তর নেই l নিজেকে বড় অসহায়, বড়ো অপরাধী মনে হচ্ছে l বিতানের শেষ কথা গুলো তে বড্ড যন্ত্রণা ছিল l সত্যি তো একদিন সবকিছু নিজের হাতে একতরফাভাবে শেষ করে দিয়েছিল l বাবা-মার ফিরে যেতে বলেছিল তাই বাড়ির সাথে সব সম্পর্ক চুকিয়ে উঠে এসেছিল পাক সার্কাস এর ফ্লাটএ l ভালোই হয়েছে বিতান অন্য একটা জায়গায় ডেকেছে l কিন্তু বুঝতে পারছি না কেন মনটা এত দুর্বল লাগছে l বিতান, ও আমাকে স্বীকার করে নেবে তো ? মেনে নেবে তো আবার ? প্লিজ ভগবান, তোমার কাছে প্রার্থনা করছি, আমাকে, আমাকে আবার ফিরে আসতে দাও ওর জীবনে। আমি, সব কিছু ঠিক করে দেবো। নতুন করে সাজিয়ে তুলবো আমাদের সম্পর্ক, আর সেখানে যাতে কোনোদিন কোনো ফাটল না সৃষ্টি হয় , তারজন্য আমি সবকিছু করতে রাজি আছি। প্লিজ, প্লিজ। একটু পরে বারান্দার দরজা ঠেলে সুপর্ণা এসে দাঁড়ায় পাশে , স্নিগ্ধার উদ্দেশ্যে বলে , "দিদি , বলছি সোনুর খাওয়া হয়ে গেছে। তোমরা তো আজ বাইরে যাবে, তাই না ? " স্নিগ্ধা নিজেকে সামলে , চোখের জল মুছে নেয় হাতের পাতায়। কোনোরকমে হেসে বলে ওঠে ,"হ্যাঁ রে। আজ তো যেতেই হবে। আজ না...