বন্ধুত্ব কি ? কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব | মিথ্যেয়ে মন ভুলানো নয়, সত্যি বলে সাহস জোগানর নাম বন্ধুত্ব | ভুল দেখে দূরে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব | সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব | আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে... কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব | শুধু ফটোসেশেনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয়, একাকীত্বের অন্ধকারে হাতটা কাঁধে রাখার ইচ্ছের নামই বন্ধুত্ব l